১৪ ফেব্রুয়ারি, ২০২১ | ৯:০৮ অপরাহ্ণ
হাটহাজারী সংবাদদাতা
চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উত্তর মাদার্শা ইউনিয়নের আনিস চৌধুরী বাড়িতে গ্যাসের চুলা থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মো. বদিউল আলম, মো. মাহবুবুল আলম, শফি সওদাগর, মো. রফিক, মো. কফিল উদ্দীন, মো. ফোরক সওদাঘর, মরহুম নুরুল হকের, আবুল খায়ের, মো. জামাল উদ্দীন, মো. ফরিদুল আলম মাস্টার, নন্না মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজান। তিনি পূর্বকোণকে বলেন, ‘আনিস চৌধুরী বাড়ির গ্যাসের চুলা থেকে সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা মুহুর্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস আগুন নির্বাপনে কাজ করে। এসময় ১৩টি বসতঘরে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পূর্বকোণ/মামুন
The Post Viewed By: 434 People