চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পথচারীর বেশে গ্রুপিং করে চুরি, অবশেষে ধরা

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২১ | ৮:০৬ অপরাহ্ণ

এক গ্রুপে সদস্য ২ জন। পথচারীর বেশ ধরে তারা ঘুরে বেড়ায় বিভিন্ন মার্কেটে। নিজের অগচরে কিংবা প্রয়োজনে কেউ ব্যাগ কিংবা বস্তা মাটিতে রাখলেই সেখান থেকে তা সড়িয়ে ফেলে একজন। অন্যজন ওই ব্যাগের ওপর কেউ নজর রাখছে কিনা অথবা দোকানের স্টাফদের গতিবিধি লক্ষ্য রাখেন। পরে সুযোগ বুঝে তারা মালামাল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এভাবেই মার্কেটে চুরি করে তারা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় নগরীর নতুন রেলস্টেশনের প্রবেশমুখ থেকে তাদের গ্রেপ্তার করেন কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সুমন (২২) ও মো. হাসান (২২)।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, চট্টগ্রাম স্টেশন রোডস্থ নুপুর মার্কেটের আরব ট্রেডিং নামক একটি দোকানের সামনে থেকে ফটিকছড়ির ব্যবসায়ী মো. শফিউল আলমের কাপড় ভর্তি ব্যাগ চুরি করায় তাদের গ্রেপ্তার করা হয়। তারা পেশাদার চোর। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট