চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাকলিয়ায় মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২১ | ৮:১২ অপরাহ্ণ

ফুটপাতে মোটর সাইকেল রেখে নাস্তা করতে গিয়ে চোরের খপ্পরে পড়ে পাঠাও চালক মো. কায়সার (২৫)। দশ মিনিট পর ফিরে এসে নিজের মোটর সাইকেল না পেয়ে  বাকলিয়া থানায় মামলা করেন তিনি। চুরির ১২ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ( ১৪ ফেব্রুয়ারি) বাকলিয়ার বেইলি ব্রিজের ডান পাশে বালুর মাঠ এলাকা হতে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ। অভিযানে ধরা পড়ে চুরির ঘটনায়  জড়িত  আব্দুর রাজ্জাক প্রকাশ রানা (২২), মো. সাজ্জাদ (২০) এবং  মো. শাহিন (২২) ।

গ্রেপ্তারকৃত  আব্দুর রাজ্জাক প্রকাশ রানা বাকলিয়া থানার জামাই বাজার এলাকার ইসলাম সওদাগর বাড়ীর হাজী মো. আবু তৈয়বের ছেলে, মো. সাজ্জাদ বাকলিয়া সৈয়দ শাহ রোড়ের মো. শাহ আলমের ছেলে এবং  মো. শাহিন বাকলিয়া সৈয়দ শাহ রোড়ের মাহবুব কলোনির মো আলাউদ্দিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান,  ভিকটিম কায়সার মোটরসাইকেল চালিয়ে রাতে বাসায় যাওয়ার পথে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিকের আল মদিনা ক্লাবের সামনে ফুটপাতে মোটরসাইকেলটি রেখে বেকারিতে নাস্তা করতে যান। নাস্তা শেষে বের হয়ে দেখেন তার মোটর সাইকেলটি চুরি হয়ে গেছে। পরে তিনি  থানায় এসে  লিখিত অভিযোগ দায়ের করলে মোটরসাইকেল উদ্ধারে  অভিযানে নামে পুলিশ। পুলিশের অভিযানে আজ  তিনজনকে গ্রেপ্তার পূর্বক মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট