চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

চন্দনাইশে ককটেল বিস্ফোরণ, দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় গাছবাড়িয়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার। তিনি বলেন, ভোট শুরুর পর দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ যাওয়ার পর তারা দ্রুত পালিয়ে যায়। তবে এখন পরিস্থিত স্বাভাবিক আছে।

জানা গেছে, চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মো. মাহাবুবুল আলম খোকা, বিএনপির প্রার্থী মাহবুবুল আলম চৌধুরী, এলডিপির এম. আইনুল কবির ও ইসলামী ফ্রন্টের মো. ফারুক বাহাদুর।

গাছবাড়িয়ার ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মামুনুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ সেকান্দার হোছাইন সোহেল, মো. খোরশেদ আলম সবুজ, মো. মোসলেম মিয়া, মো. আমিনুল হুদা চৌধুরী এবং মো. লোকমান হাকিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, রবিবার (১৪ ফেব্রুয়ারি) চতুর্থ ধাপে পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট