চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ফ্ল্যাট কেনার নামে ৬৫ লাখ টাকা হাতিয়ে গ্রেপ্তার হলেন প্রতারক

 নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২১ | ৬:১৪ অপরাহ্ণ

ফ্ল্যাট ও জমি কিনে দেয়ার নাম করে ৬৫ লাখ ৬৬ হাজার  টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অনুপ ভট্টাচার্য (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটায় নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ ।

গ্রেপ্তার অনুপ ভট্টাচার্য পটিয়া উপজেলার ভাটিখাইন গ্রামের ভানু প্রসাদ ভট্টাচার্যের ছেলে।  

বিষয়টি নিশ্চিত করে কেতোয়ালী থানার এসআই সুকান্ত চৌধুরী পূর্বকোণকে বলেন, জমি ও ফ্ল্যাট কিনে দেয়ার নামে নিজ আত্মীয়ের কাছ থেকে ৬৫ লাখ ৬৬ হাজার টাকা হাতিয়ে নেন অনুপ। এ ঘটনায় গত ১০ জানুয়ারি উৎপল চক্রবর্ত্তী বাদী হয়ে আদালতে একটি প্রতারণা, জালিয়াতি ও অর্থ  আত্মসাতের  মামলা দায়ের করেন। পরে এই মামলায় ১৪ জানুয়ারি কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী উৎপল চক্রবর্ত্তী বলেন, আসামি সম্পর্কে আমার মামাতো ভাই হয় । সে জমি ও ফ্ল্যাট কিনে দেয়ার নামে  টাকা পয়সা নিয়ে প্রতারণার আশ্রয় নিলে আমি বাধ্য হয়ে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করি।

পূর্বকোণ/পিআর/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট