চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ছাত্রলীগ বায়েজিদ কমিটি বাতিলে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২১ | ১১:২৩ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ অনুমোদিত বায়েজিদ থানা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিশেষে নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) আয়োজিত এসব কর্মসূচিতে বক্তারা বলেন, নগর ছাত্রলীগ একে একে বিতর্কিতদের পদায়ন করছে। সংগঠনের প্রতি ইমু-দস্তগীরদের নূন্যতম শ্রদ্ধাবোধ ও আদর্শ বলতে কিছুই নেই। বায়েজিদ থানায় অনুমোদিত কমিটির আহবায়কের বয়স সীমা অতিক্রম করেছে অনেক আগেই। গণধর্ষণ মামলার আসামীকেও যুগ্ম-আহবায়ক রাখা হয়েছে।

নেতৃবৃন্দ প্রশ্ন জুড়ে দিয়ে বলেন, কে নেই এই কমিটিতে? ছিনতাইকারী, অনুপ্রবেশকারী থেকে শুরু করে মাদক কারবারির ঠাঁই হয়েছে এ কমিটিতে। এহেন ন্যাক্কারজনক নাযিল কমিটি দলের ত্যাগী নেতাকর্মীরা কিছুতেই মেনে নিতে পারে না। ছাত্রলীগ কারো পৈত্রিক সম্পত্তি নয়, চাইলেই যেকেউ এখানে নেতৃত্ব দিবে। সর্বোচ্চ দুই দিনের মধ্যে এই কমিটি বাতিল করতে হবে। অন্যথায়, তৃণমূলের কর্মীরা লাগাতার আন্দোলনের মধ্যদিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

বায়েজিদ মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তানবীর আহমেদ, এম এন মহিউদ্দিন, রাসেল সুমন, সোহেল সাইমন, জহিরুল ইসলাম, জিলানি ইব্রাহিম, আকাশ রহমান, জিবরান চৌধুরী, সাকিব, মেহেদি হাসান ইমন, ইমরান মাহমুদ, সাকিব ইমরান প্রমুখ।

এদিকে, অক্সিজেন-কুলগাও সড়কে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন তানজিল বিন রফিক, রবিউল ইসলাম, এহসান জয়, কৃষ্ণ কুমার, নেজাম উদ্দিন সেলিম, ইমাম সুমন, মোহন সাকিব, রানা ইমু, মোহাম্মদ জামশেদ, ফরহাদ বাবু, পংকজ প্রমুখ।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট