১২ ফেব্রুয়ারি, ২০২১ | ৭:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ডবলমুরিং থানার শেখ মুজিব রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করার বিষয়টি জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি কার্তুজ, তিনটি স্টিলের টিপ ছোরা, দুইটি মিনি কাটার ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
গ্রেপ্তারকৃতরা হলন- তাজুল ইসলাম প্রকাশ তাজু (৩৬), তুষার হোসেন (২৫), মো. তপু (২২), হায়াত মাহমুদ জীবন (২৩), আনোয়ার হোসেন বাবু (২১), নাজমুল ইসলাম (২৮), আব্দুর রহমান রানা (২০), জনি শাহ (৩২)। এছাড়া পলাতক রয়েছে মো. আব্বাস উদ্দিন প্রকাশ জুয়েল প্রকাশ পার্টি জুয়েল (২৬) নামের এক যুবক।
পূর্বকোণ / আরআর
The Post Viewed By: 382 People