চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে হোম হসপিটালের হেলথ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২১ | ৪:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামে সুবিধাবঞ্চিত মেয়েদের আবাসস্থল ‘উপলদ্ধিতে’ হোম হসপিটাল বিডির আয়োজনে তৃতীয় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফিরিঙ্গিবাজারে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে ৭০ জন বিভিন্ন বয়সী শিশুদের চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেন চট্টগ্রামের স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. প্রীতি বড়ুয়া ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সায়েমা সাদিয়া। ক্যাম্পে শিশুদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

হেলথ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হোম হসপিটালের প্রধান নির্বাহী ও কনসালট্যান্ট ডা. বিদ্যুৎ বড়ুয়া। সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন, রোটারি ক্লাব অব চিটাগং প্রাইম এবং এলবিয়ন গ্রুপ।

প্রসঙ্গত, সুবিধাবঞ্চিত মেয়ে শিশুদের আশ্রয় দেয়ার পাশাপাশি লেখাপড়া থেকে শুরু করে ফ্রি সবকিছুর ব্যবস্থা করে ‘উপলদ্ধি’ সংগঠন।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট