২০ জুন, ২০১৯ | ৯:০২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার প্রধান অভিযুক্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর সাবের আহম্মেদ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এর আগে ২৮ মে আত্মসমর্পণের পর আদালত তাকে কারাগারে পাঠান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির উদ্দিন বলেন, ‘উচ্চ আদালত থেকে জামিন আদেশ আসার পর যাচাই বাছাই শেষে সাবের আহম্মেদকে বৃহস্পতিবার (২০ জুন ) সন্ধ্যা ছয়টার দিকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।’