চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কক্সবাজারে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ৬০ লাখ

ঈদগাঁও সংবাদদাতা

১১ ফেব্রুয়ারি, ২০২১ | ৫:১০ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় ঈদগাঁও বাজারের বাঁশঘাটা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হল শাহজাহান ফার্নিচার মার্ট, দিদার ফার্নিচার মার্ট, হাজী নুর আহমদ ফার্নিচার গ্যালারি, আবছার ফার্নিচার মার্ট এবং চাঁন মিয়া ফার্নিচার মার্ট।

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজীবুল হক চৌধুরী রিকো জানান, রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।

বিষয়টি নিশ্চিত করে রামু ফায়ার সার্ভিসের ইনচার্জ আনিছুর রহমান বলেন, ‌‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলায়। পরে কক্সবাজার ফায়ার সার্ভিসের আরও একটি গাড়ি এসে রাত ১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট