চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ত্যাগী নেতাদের পদবঞ্চিতের অভিযোগে নগরে ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২১ | ১১:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ১৩টি ইউনিটে নতুন আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।  এতে ত্যাগী নেতাদের মূল্যয়ন না করায় ঘোষণার পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের একাংশ।

আজ বুধবার সন্ধ্যার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা নগরের চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ এলাকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ কছরছেন। ঘোষিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে।

হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের নব ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া মামুন পূর্বকোণকে বলেন, ‘কলেজ ছাত্রলীগের নতুন কমিটিতে যাদের সভাপতি-আহ্বায়ক করা হয়েছে তাদের জীবনে কখনো ক্যাম্পাসে দেখিনি। তারা কলেজ রাজনীতি না করলেও মন জুগিয়ে চলেছেন নগর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের। তাই তো আমরা যারা ২০১৫ সালের ১৬ ডিসেম্বরে জামাত-শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসে আওয়াজ তুলেছিলাম, ক্যাম্পাস শিবির মুক্ত করেছিলাম তারা বঞ্চিত হয়েছি। পদ পেয়েছেন নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মানুষ।’

তিনি আরও বলেন, ‘কলেজ ছাত্রলীগের কমিটিতে ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ কর্মীরা।’

ছাত্রলীগের বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার পূর্বকোণকে বলেন, ‘রাত সাড়ে নয়টা নাগাত মহসিন কলেজের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার চেষ্টা করে কলেজ ছাত্রলীগের একাংশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এর আগে, বুধবার কমিটি ঘোষণা পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনটির পদবঞ্চিত ও সাবেক বেশ কয়েকজন নেতা।

এদিকে, নবগঠিত কমিটির সমালোচনা করে নিজের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি লেখেন, ‘বিভিন্ন ওয়ার্ড থানাতে কমিটি দিয়েছে। শতাধিক ছাত্রলীগ কর্মী আজ পদে এসেছে। আনন্দের সংবাদ, ছোট ভাইদের অভিনন্দন। পাশাপাশি আমার সাথে থাকার কারণে ওয়ার্ড থানা থেকে গণহারে বাদ দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি ইমরান আহমেদ ইমু ও জাকারিয়া দস্তগীরকে। আমাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ভয় পাও জানতাম, আমার কর্মী সমর্থকদেরও যে ভয় পাও আজ জানলাম। ধন্যবাদ।’

প্রসঙ্গত, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম নগরের ১৩ ইউনিটে নতুন আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করা হয়।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট