চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চবির ভর্তি পরীক্ষা ঈদুল ফিতরের পর

চবি সংবাদদাতা

৯ ফেব্রুয়ারি, ২০২১ | ১০:৩৬ অপরাহ্ণ

আগামী ঈদুল ফিতরের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ঈদের পর পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য শিরীণ আখতার। সভায় ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এস এম সালাতম উল্যা ভূঁইয়া বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে রমজান শুরু হতে পারে। আর ১৩ কিংবা ১৪ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ২০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি। এরপর মে মাসের তৃতীয় সপ্তাহে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কোন তারিখে শুরু হবে, তা জানা যাবে বিশ্ববিদ্যালয় উপাচার্য পর্ষদের সভা শেষে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট