চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

হালদায় চারটি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস, বালু জব্দ

হাটহাজারী সংবাদদাতা

৯ ফেব্রুয়ারি, ২০২১ | ৯:০৩ অপরাহ্ণ

হাটহাজারীতে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়েছে। এসময় এক ট্রাক বালুও জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নদীর মা মাছ ও জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় নদীর বিভিন্ন স্থানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন।

ইউএনও রুহুল আমীন পূর্বকোণকে বলেন, হালদা নদী থেকে বালু উত্তোলন নিষিদ্ধ। এরপরও চারটি ইঞ্জিনচালিত নৌকা ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ, জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় এবং হালদায় অবাধ ও নিরাপদ বিচরণের জন্য এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় হালদা নদীর হাটহাজারী সাত্তার ঘাট এলাকায় অভিযান চালিয়ে বালি উত্তোলনের সময় ৪টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে নৌকাগুলো ব্যবহার অনুপযোগী করে ধ্বংস করা হয়।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট