চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করে জরিমানা গুনল ৪ দোকানি

কাপ্তাই সংবাদদাতা

৯ ফেব্রুয়ারি, ২০২১ | ৬:০২ অপরাহ্ণ

কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও মূল্যতালিকা ছাড়া পণ্য বিক্রির দায়ে ৪ দোকানিকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নতুনবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান বলেন, কাপ্তাইয়ের নতুনবাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৪ দোকানিকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস ও ইউএনও কার্যালয়ের অফিস সুপার সিরাজুল ইসলাম।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট