চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পূর্বকোণে সংবাদ প্রকাশ

নাজিরহাটে চালু হচ্ছে বন্ধ ট্রেন

নিজস্ব প্রতিবেদক

৯ ফেব্রুয়ারি, ২০২১ | ৩:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের অভ্যন্তরীণ নাজিরহাট রুটে রেল সার্ভিসের চাহিদা থাকলেও করোনার দোহাই দিয়ে বন্ধ করে রাখা হয়েছে এ রুটের দুই জোড়া ট্রেন। এতে অভ্যন্তরীণ এ রুটে ট্রেন চলাচল যেমন সংকুচিত হয়ে পড়েছে, তেমনি ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। রাজস্বও হারাচ্ছে রেল। এ সংকট নিয়ে গত ৬ ফেব্রুয়ারি ‘চাপ নাজিরহাটে, ট্রেন বাড়ল দোহাজারীতে’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে আসে রেল প্রশাসনের। সিদ্ধান্ত হয় নাজিরহাটে বন্ধ হওয়া লোকাল ট্রেনটি চালুর। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে লোকাল ট্রেনটি পুনরায় চালু করতে গতকাল সোমবার বিভাগীয় পরিবহন দপ্তরে পাঠানো হয় চিঠি।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা পূর্বকোণকে বলেন, ‘করোনার সময় সীমিত পরিসরে ট্রেন চালুর সিদ্ধান্ত হয়। এসময় নাজিরহাটে চলমান ৪ জোড়া ট্রেনের মধ্যে ২ জোড়া ট্রেন বন্ধ করে দেয়া হয়। পরে যাত্রীর চাপ বেশি হওয়ায় ট্রেন চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠাই আমরা। সর্বশেষ গতকাল সোমবার আমাদের চিঠি দিয়ে চট্টগ্রাম-নাজিরহাট রুটে চলাচলকারী লোকাল ট্রেনটি চালু করার সিদ্ধান্ত দেয়া হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম থেকে নাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি। এরপর থেকে নিয়মিত যাতায়াত করবে ট্রেনটি।’ পরিবহন বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে চট্টগ্রাম-নাজিরহাট দুটি ডেমু ট্রেন চলছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে চলবে আরও একটি লোকাল ট্রেন। প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় পূর্বের মত চট্টগ্রাম ছাড়বে ট্রেনটি। নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। পরদিন সকাল ৬টা ৪৫ মিনিটে নাজিরহাট স্টেশন ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ৪০ মিনিটে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট