চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পাওনা টাকা আদায়ে শিশু সন্তান অপহরণ, পাওনাদার আটক

নিজস্ব প্রতিবেদক

৮ ফেব্রুয়ারি, ২০২১ | ৮:২০ অপরাহ্ণ

পাওনা টাকা আদায় করতে দেনাদারের তিন বছর বয়সী শিশু সন্তানকেই অপহরণ করে পুলিশের হাতে আটক হয়েছে পাওনাদার। রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের নতুন রেল স্টেশনের প্রবেশমুখ থেকে মো. শরীফ (৩৩) নামে ওই অপহরণকারীকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এসময় অপহৃত (ভিকটিম) জুনায়েদকে (৩) উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. শরীফ ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর পৌরসভার মো. বাবুল মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, অভিযুক্ত শরীফের কাছ থেকে মামলার বাদি রিনা আক্তার ও তার স্বামী মো. জাহাঙ্গীর গত এক বছর আগে এক লাখ টাকা ধার নেন। যথাসময়ে সেই টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তিনি পাওনাদারের সন্তান জুনায়েদকে (৩) অপহরণ করেন। নতুন রেলস্টেশনের প্রবেশমুখে শরীফের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আসার কারণ জিজ্ঞেস করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি শিশুটিকে এক লাখ টাকার জন্য অপহরণ করেছে বলে স্বীকার করে।

তিনি আরও জানান, রেলস্টেশন থেকে আসামি এবং অপহৃতকে (ভিকটিম) থানায় নিয়ে এসে শিশুটির মা-বাবাকে ডেকে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৭ ধারায় একটি মামলা করা হয়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট