চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দ্বিতীয় দিনে টিকা নিলেন বিভাগীয় কমিশনারসহ ২৭৯৮ জন

 নিজস্ব প্রতিবেদক

৮ ফেব্রুয়ারি, ২০২১ | ৭:৪৭ অপরাহ্ণ

করোনার টিকা কর্মসূচির দ্বিতীয় দিনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, অতিরিক্তি বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জনসাহা ও প্রবীণ চিকিৎসক প্রফেসর ইমরান বিন ইউনূসসহ আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) ২ হাজার ৭৯৮ জন সম্মুখসারির যোদ্ধা করোনার টিকা নিয়েছেন।

এ নিয়ে দুই দিনে টিকা নিলেন ৩ হাজার ৮৮৮ জন। এ পর্যন্ত করোনার টিকার জন্য আবেদন করেছেন ৩২ হাজার ৪৬৬ জন।

সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

প্রথম দিন রবিবারর (৭ ফেব্রুয়ারি) নগর ও উপজেলায় এক হাজার ৯০ জন সম্মুখসারির যোদ্ধাকে টিকা দেওয়া হয়। এর মধ্যে নগরের ৬টি কেন্দ্রে ৪২৩ জন এবং ১৪ উপজেলা হাসপাতালে ৬৬৭ জনকে টিকা দেওয়া হয়।  

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, প্রথম দুই দিনে চট্টগ্রাম নগর ও উপজেলাগুলোতে ৩ হাজার ৮৮৮জন টিকা নিয়েছেন। টিকা নিতে আবেদন করেছেন ৩২ হাজার ৪৬৬ জন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট