চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে গ্রেপ্তার ভারতীয় ৩ ‘জুয়াড়ি’র রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

৮ ফেব্রুয়ারি, ২০২১ | ৩:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের চলাকালীন সময়ে গ্রেপ্তার ভারতীয় তিন ‌‘জুয়াড়ি’র প্রত্যেককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

তারা হলেন- সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তার তিন জুয়াড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাতদিনের রিমান্ড আবেদন করেছি। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলাকালীন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে ভারতীয় এই তিন জুয়াড়িকে জুয়া খেলার সামগ্রীসহ আটক করে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)। পরে তাদের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়।

একইদিন রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সুপারভাইজার আরেফিন হোসেন বাদি হয়ে পাহাড়তলী থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলাটি দায়ের করেন। পরে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় নগর গোয়েন্দা পুলিশকে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট