চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চবির ৫ হলে পুলিশের তল্লাশি, ১৪ শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ

চবি সংবাদদাতা

৮ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় এই তল্লাশি চালানো হয়। এ সময় ১৪ শিক্ষার্থীর পরিচয়পত্র জব্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

তল্লাশি চালানো আবাসিক হলগুলো হল- শাহ জালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী, এএফ রহমান ও আলাওল হল।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। তিনি জানান, হলে অবৈধভাবে শিক্ষার্থীরা অবস্থান করছে এমন খবর পেয়ে আমরা তল্লাশি চালায়। এ সময় ১৪ শিক্ষার্থীর আইডি কার্ড জব্দ করি এবং তাদেরকে হল ত্যাগের নির্দেশ দিয়েছি। ভবিষ্যতে তাদের হলে পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট