চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনার নিজস্ব ভ্যাকসিন তৈরির পথে জাপান

করোনার টিকা নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

পূর্বকোণ ডেস্ক

৭ ফেব্রুয়ারি, ২০২১ | ৯:২৪ অপরাহ্ণ

রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা পাবেন না। তাই অগ্রাধিকারের জন্য ‘সুরক্ষা’ অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটে অনলাইন নিবন্ধন করতে হবে। মোবাইলে অ্যাপটি বিনামূল্যেই ডাউনলোড করা যাবে। (www.surokkha.gov.bd) মোবাইলে অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন। লিংককে প্রবেশ করে জাতীয় পরিচয় পত্র নম্বর দিন। তারপর বয়সের স্থানে দিন-মাস- বছর সঠিকভাবে দিন । পরে যাচাইকরণ কোডটি সঠিকভাবে লিখুন । পাশাপাশি ক্যাটাগরি চিহ্নিত করে শেষ করুন রেজিস্ট্রেশন।

চট্টগ্রামে করোনা ভাইরাসসের টিকা দেওয়া হবে নগরীর যে ১৫টি কেন্দ্রে তা হলো- চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, মা ও শিশু মেডিক্যাল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম সেনানিবাস হাসপাতাল, চট্টগ্রাম পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম নৌ-বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বিমান বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, চসিক বন্দরটিলা হাসপাতাল, চসিক মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, চসিক ছাফা মোতালেব মাতৃসদন হাসপাতাল, ইউএসটিসি হাসপাতাল, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেরিন সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট