চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মমতা’র গাভী পালন ও দুগ্ধ খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণ

২০ জুন, ২০১৯ | ২:৩২ পূর্বাহ্ণ

কর্ণফুলী কলেজ বাজারে মমতা’র উদ্যোগে গাভী পালন ও দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ১৯ জুন সম্পন্ন হয়। তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা মমতার সঞ্চয় ও ঋণদান কর্মসূচির গ্র্যাজুয়েট সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে সনদ বিতরণে মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সভাপতিত্বে অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক (কার্যক্রম) মোহাম্মদ আরিফুল হক। চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী দিনে উপস্থিত ছিলেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পরিচালক (মনিটরিং) প্রিয়তোষ দাশ, উপ-পরিচালক (প্রশিক্ষণ, মুল্যায়ন ও গবেষণা) আহমদ ইউসুফ হারুন প্রমুখ। গত ১৭ জুন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেয়াজুল হক। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নিকট পিকেএসএফ এর সহকারী ব্যবস্থাপক (কার্যক্রম) মোহাম্মদ আরিফুল হক সনদপত্র বিতরণ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট