চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দক্ষিণেশ্বরী মাতৃশক্তি মন্দিরের বস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ

২০ জুন, ২০১৯ | ২:২৯ পূর্বাহ্ণ

দক্ষিণেশ্বরী মাতৃশক্তি কালী মন্দিরের উদ্যোগে এলাকার গরীব মেধাবী ছাত্র ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও শিক্ষাসামগ্রী বিতরণ এবং বিশ্ব শান্তি কামনায় চন্ডিযজ্ঞ গতকাল বুধবার সকাল ৭টায় ডাক্তার নলীনি আচার্যের বাড়িতে অনুষ্ঠিত হয়। নন্দিতা আচার্য মিল্কির সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বরুণ কুমার আচার্য বলাই। প্রধান অতিথিছিলেন চসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান বিএ। পুরোহিত্য করেন মুজাফফরাবাদ নির্গমনন্দ স্বরসতি আশ্রমের অধ্যক্ষ পরমেশ্বর চৈতন্য ব্রহ্ম্যচারী। উপস্থিত ছিলেন চন্ডিপাঠক সুচেতনান্দ ব্রহ্ম্যচারী, রঞ্জিতানন্দ অবদূত, চৈতন্য ব্রহ্ম্যচারী, পরিতোষনন্দ ব্রহ্ম্যচারী, এতে বক্তব্য রাখেন তন্ত্রীশাস্ত্রী অরুপ আচার্য, জ্যোতিষ অনুপ আচার্য রনি, অর্পিতা আচার্য রুম্পী, সমর আচার্য, জনি আচার্য ও সঞ্জয় দাশ। আশির্বাদক ছিলেন রুমা রানী আচার্য। বিশেষ অতিথি ছিলেন ডা. সুভাষ ভট্টাচার্য, সমীর কান্তি দাশ, জ্যোতিষ সিদ্ধান্ত শাস্ত্রী, তরুণ কুমার আচার্য কৃষ্ণ, জোতিষ আচার্য, শান্তিপদ আচার্য। এলাকার অসচ্চল ২০ জনকে বস্ত্র বিতরণ করা হয়। এলাকার ৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষাসামগ্রী প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট