চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাইজভা-ার দরবার শরীফে মতবিনিময়কালে রীভা গাঙ্গুলী

মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা দু’দেশের সম্পর্ক অনেক গভীর

নিজস্ব সংবাদদাতা

২০ জুন, ২০১৯ | ২:২৯ পূর্বাহ্ণ

ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা ভারত বাংলাদেশ তথা দুই দেশের সম্পর্ক অনেক গভীর। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দু’দেশের সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, উভয় দেশের রাজনীতি, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি সব দিক থেকে বিবেচনা করলে দু’দেশের সম্পর্ক অনেক নিবিড়। তিনি বলেন, আমরা একসাথে অনেক কিছু করেছি, আরো অনেক কিছু করতে হবে। তিনি গতকাল রামগড়ে স্থলবন্দর নির্মাণ কাজ পরিদর্শন শেষে ফটিকছড়ি এসে মাইজভা-ার দরবার শরীফে আয়োজিত সব ধর্মের মানুষের উপস্থিতিতে আয়োজিত এক সুধী সমাবেশে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি মূলত ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারীর আমন্ত্রণে ফটিকছড়ি এসেছেন বলে উল্লেখ করেন।
সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, সহকারী হাই কমিশনার নবনিতা চক্রবর্ত্তী, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসেইন মো. আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান এম. তৌহিদুল আলম বাবু, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ছায়েদুল আরেফিন, মুজিবুল হক চৌধুরী, অধ্যক্ষ মো. নুরুল হুদা, সৈয়দ মো. বাকের, এডভোকেট বাসন্তী পালিত, সৈয়দ তৈয়বুল বশর মাইজভা-ারী, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, সৈয়দা রিফাত আক্তার মিশু, ইউপি চেয়ারম্যানদের মধ্যে রশিদ উদ্দন চৌধুরী কাতেব, মো. জানে আলম, মো. আব্দুল কইয়ুম, মো. ইকবাল হোসেন চৌধুরী, অহিদুল আলম, সরোয়ার হোসেন স্বপন, সোয়েব আল সালেহীন, হারুনর রশিদ ইমন, এম. শাহনেওয়াজ, সোহরাব হোসেন সৌরভ প্রমুখ।
সভায় সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী দরবার শরীফে আসার জন্য হাইকমিশনারকে কৃতজ্ঞতা জানান। এছাড়া হাই কমিশনার বেলা আড়াইটা নাগাদ দরবার শরীফে এলে সেখানে শত শত আওয়ামী লীগ নেতা কর্মী ভারত ও বাংলাদেশের পতাকা নেড়ে হাইকমিশনারকে স্বাগত জানান। দরবার গেইটে সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী হাইকমিশনারকে ফুল দিয়ে স্বাগত জানান। এছাড়া বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও হাই কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট