চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুক্তিযোদ্ধা মহসিন চৌধুরী প্রতিদানের আশায় যুদ্ধ করেননি: ব্যারিস্টার আনিস

হাটহাজারী সংবাদদাতা

৬ ফেব্রুয়ারি, ২০২১ | ১০:৪৯ অপরাহ্ণ

কোন প্রতিদানের প্রত্যাশা ছাড়াই বীর মুক্তিযোদ্ধা মহসিন চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

 

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে হাটহাজারীর ধলই ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কাজী মহসিন চৌধুরীর শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

 

ব্যারিস্টার আনিস বলেন, দেশের মানুষ তার যোগ্যতা অনুসারে এমপি, মন্ত্রী, শিল্পপতি হতে পারবে কিন্তু মুক্তিযোদ্ধা মহসিন চৌধুরীর মত মুক্তিযোদ্ধা হতে পারবেনা।

 

কাটিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কাজী মো. মহসিন চৌধুরীর নাগরিক শোকসভা উদযাপন কমিটির আহবায়ক জিয়াউল কুদ্দুস।

 

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি এড. মোহাম্মদ ইবরাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ইউনুস গণি চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ক্রিড়া সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ।

 

নাগরিক শোকসভা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  কর্নেল (অব.) শওকত ওসমান, অধ্যক্ষ কল্যাণ নাথ, অধ্যক্ষ মহিউদ্দিন, চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার, সাবেক ছাত্র নেতা দোলোওয়ার হোসেন মিন্টু, আনোয়ার হাফিজ, নুরুল আলম চৌধুরী, আলি আকবর চাম্বু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান প্রমুখ।

 

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট