চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

উখিয়া সংবাদদাতা

৬ ফেব্রুয়ারি, ২০২১ | ৪:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়ার ২ নম্বর সুইচ গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার মো. ইউনুসের ছেলে মোহাম্মদ নুর (২৪) ও একই এলাকার নুর ইসলামের ছেলে মো. লিয়াকত আলী (১৮)। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিন।

তিনি বলেন, জালিয়াপাড়ার ২ নম্বর সুইচ গেট এলাকায় নাফ নদীতে অভিযানে যায় কোস্টগার্ড। এ সময় একটি নৌকা মিয়ানমার থেকে বাংলাদেশের সীমানা অতিক্রম করলে কোস্টগার্ড নৌকাটিকে ধাওয়া করে। এক পর্যায়ে কোস্টগার্ড নৌকাটি আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটিতে তল্লাশী চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট