চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দ্বিতীয় পর্যায়ের আবেদনের শেষ সময় আজ রাত ৮টা একাদশে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০১৯ | ২:১৬ পূর্বাহ্ণ

একাদশে ভর্তির দ্বিতীয় পর্যায়ে আবেদন করার শেষ দিন আজ। গতকাল বুধবার থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এছাড়া, আগামীকাল প্রথম পর্যায়ে আবেদনকারী শিক্ষার্থীদের প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। একইসাথে দ্বিতীয় পর্যায়ের আবেদনে নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে। আগামী ২২ ও ২৩ জুন ২য় পর্যায়ের আবেদনকারীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এর মধ্যে নিশ্চায়ন না করলে তাদের মনোনয়ন ও আবেদন বাতিল হবে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ শাখা এসব তথ্য নিশ্চিত করেছে। কলেজ শাখা আরো জানায়, ২৪ জুন ৩য় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে এবং ২৫ জুন রাত ৮টার পর ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। এছাড়া, ২৫ জুন রাত ৮টার পর মেধা ও পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ২৬ জুন ৩য় পর্যায়ের শিক্ষার্থীদের মনোনয়ন নিশ্চায়ন করতে হবে। এ সম্পর্কে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক জানান, এখনো অনেক শিক্ষার্থী যথাযথভাবে আবেদন করতে পারছে না। আবেদনে বিভিন্ন ভুলক্রটি করছে। শিক্ষার্থীরা যেন জেনে ও বুঝে আবেদন করে। আবেদনের সময় অবশ্যই কলেজের দূরত্ব বা যাতায়াত ব্যবস্থা, কলেজ ফি এসব যেন চিন্তা করেই আবেদন করে। আবেদনের সময় তাড়াহুড়া করার কিছু নেই। তিনি আরো জানান, যাদের কোটার কাগজপত্র (ডকুমেন্ট) নেই তারা যেন কোটায় আবেদন না করে। নিশ্চায়নের পর কোটার কাগজপত্র দেখাতে না পারলে তাদের আবেদন বাতিল হয়ে যাবে। এছাড়া শিক্ষার্থীরা চাইলে িি.িীরপষধংংধফসরংংরড়হ.মড়া.নফ এই সাইটে প্রবেশ করে আবেদনের যাবতীয় তথ্য জানতে পারবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট