চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মোবাইল শপে র‌্যাবের হানা, ৬ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

৬ ফেব্রুয়ারি, ২০২১ | ২:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার হোয়াইক্যং বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হোয়াইক্যং এলাকার শামসুল আলমের ছেলে মোহাম্মদ ইসমাঈল (২০) ও নুর আলমের ছেলে নুরুল আমিন (১৮)। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ও নগদ এক লাখ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি বলেন, ‘খবর পেয়ে হোয়াইক্যং বাজারের একটি মোবাইল শপে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই শপে থাকা দুই যুবকের দেহ তল্লাশী করে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওই শপ থেকে কয়েকটি মোবাইল ও নগদ এক লাখ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুই যুবককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলেও জানিয়েছেন তিনি।

পূর্বকোণ/এএ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট