চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে আরও ৬৮ জনের দেহে করোনার জীবাণু

নিজস্ব প্রতিবেদক

৫ ফেব্রুয়ারি, ২০২১ | ১০:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। একইসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৮ জনের দেহে। এদের মধ্যে ৫৩ জন নগরের ও ১৫ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ৩৫৫ জনে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ছয়টি ল্যাবে ১৮২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৬৮ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

তবে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৬৯ জন। এর মধ্যে ২৬৮ জন নগরের ও ১০১ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৮১টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা পজিটিভ এসেছে। একইসময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা অস্তিত্ব পাওয়া গেছে। শেভরণে ৩০৭ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা পজিটিভ এসেছে। তবে আরটিআরএলে ২ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট