৫ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:১২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে চার হাজার ইয়াবাসহ মো. রয়ান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রয়ান টেকনাফের সিকদারপাড়ার সুলতান আহমদের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আবদুল্লাহ মােহাম্মদ শেখ সাদী জানান, কতিপয় মাদক কারবারি রঙ্গিখালী গ্রামে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে রয়ান দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সেগুলো কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 251 People