চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

চাকরি দেয়ার নামে ২০ লাখ টাকা হাতিয়ে গ্রেপ্তার হলেন স্বাস্থ্যকর্মী

নিজস্ব প্রতিবেদক

৪ ফেব্রুয়ারি, ২০২১ | ১০:০২ অপরাহ্ণ

রাঙামাটিতে চাকরি দেয়ার নামে ২০ লাখ টাকা আত্মসাৎ করার দায়ে করা চেক প্রতারণা মামলায় শাহাদাত হোসেন (৩৫) নামের এক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাঙামাটির সদর উপজেলার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহাদাত বাঘাইছড়ির পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরাতন মারিশ্যা গ্রামের মুক্তিযোদ্ধা এনতাজ আলীর ছেলে। তিনি বাঘাইছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তাকে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার এসআই রানা বড়ুয়া বলেন, বাঘাইছড়ির লিটন চাকমার স্ত্রী নিশি চাকমাকে পরিবার পরিকল্পনা বিভাগে স্বাস্থ্য সহকারী পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকা নেয় শাহাদাত। কিন্তু চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে গড়িমসি করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যস্থতায় সালিশের মাধ্যমে তার নিজ নামে সোনালী ব্যাংক বাঘাইছড়ি শাখায় ২০ লাখ টাকার চেক প্রদান করে। কিন্তু টাকা উত্তোলন করতে গিয়ে দেখা যায় তার একাউন্টে কোনো টাকা নেই। পরে লিটন চাকমা বাদী হয়ে চেক জালিয়াতির মামলা করেন।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট