চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাল্য বিয়ে আয়োজনের খেসারত, জরিমানা গুনলো কনের পিতা

মানিকছড়ি সংবাদদাতা

৩ ফেব্রুয়ারি, ২০২১ | ৮:৫৯ অপরাহ্ণ

বিয়ের সকল আয়োজন সম্পন্ন। বরযাত্রীর অপেক্ষায় কনে পক্ষের পরিবার ও আত্মীয়-স্বজন। বরপক্ষ আসলেই শুভ কাজ অনুষ্ঠিত হবে। কিন্তু বেরসিক ইউএনও তখনই বিয়ে বাড়িতে হাজির হয়ে পাকিয়ে দিল সব গন্ডগোল। শেষ পর্যন্ত ১০ হাজার টাকা জরিমানা গুনলো কনের পিতা।

আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ির গুইমারার কালাপানি এলাকায়। ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ।

ইউএনও তুষার আহমেদ পূর্বকোণকে বলেন, কনের স্কুল সার্টিফিকেট ও জন্মনিবন্ধন দেখে বয়স কম হওয়ার বিষয়টি সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় মেয়ের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়েটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট