চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে হাতির আক্রমণে প্রাণ গেল ‘দরিদ্র’ নারীর

বাঁশখালী সংবাদদাতা

৩ ফেব্রুয়ারি, ২০২১ | ৪:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে আনোয়ারা বেগম (৫৪) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও পাহাড়ি এলাকার নতুন পাড়ায় এ ঘটনা ঘটে। আনোয়ারা বেগম ওই এলাকার মৃত মো. ইসহাকের স্ত্রী।

স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর আনোয়ারা বেগম নদীভাঙনের কবলে পড়ে গৃহহারা হন।এরপর থেকে তিনি সাধনপুর এলাকায় মেয়ের সঙ্গে বসবাস করে আসছেন। বুধবার সকালে ঝরে যাওয়া পাতা কুড়াতে গেলে হাতির আক্রমণের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলে আনোয়ারার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ফেরদৌসুল হক বলেন, ‘চারটি হাতির পাল এলাকায় ঘুরাঘুরি করতে দেখে কাঠুরিয়ারা আমাকে জানায়। পরে হাতির পাল বৈলগাঁওয়ে প্রবেশ করে আনোয়ারাকে আক্রমণ করে।’

রামদাশ হাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল বলেন, ‘ আনোয়ার বেগমের পরিবার খুবই দরিদ্র। তার পরিবারের পক্ষ থেকে আবেদনের পর ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’
উল্লেখ্য, বিগত ১ বছরে হাতির আক্রমণে বাঁশখালী উপজেলায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২ জন।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট