চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

একা পেলেই ছুরি-চাপাতি ঠেকিয়ে ছিনতাই করতো তারা

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২১ | ১১:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে পৃথক অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কোর্টহিল সংলগ্ন লয়েল রোড চেয়ারম্যান হোটেলের দ্বিতীয় তলা থেকে তাদেরকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ (উত্তর) বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাহ আলম (৪৮), মো. সেলিম ওরফে বাইশ আঙ্গুল সেলিম (৩৯), মো. কামাল হোসেন (৪২) ও জানে আলম (৫১)।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আলী হোসেন পূর্বকোণকে বলেন, বিভিন্ন এলাকায় ভীরে কিংবা কাউকে এক পেলেই ছুরি-চাপাতি ঠেকিয়ে ছিনতাই করতো তারা। গোপনে চুরি-চাপাতি সঙ্গে নিয়ে তারা বিভিন্ন অলি-গলিতে ঘুরে বেড়াতো। সুযোগ বুঝে কাউকে ভীরে কিংবা একা পেলেই এসব চুরি-চাপাতি ঠেকিয়ে ছিনতাই করে দ্রুত অবস্থান ত্যাগ করে তারা। রয়েছে ৪ জনের একটি সক্রিয় গ্রুপ। মাঝে মাঝে সেখানে যুক্ত হতো আরও ২ জন। এদের প্রায় প্রত্যেকের বিরুদ্ধেই কোতোয়ালীসহ বিভিন্ন থানায় রয়েছে ৫-৭টি করে মামলা।

তিনি আরও বলেন, আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি চাপাতি ও ২টি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট