২ ফেব্রুয়ারি, ২০২১ | ৮:৫৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশ (চসিক) নির্বাচনকালীন বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজসহ ৮ নেতা । আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও কে এম শহীদ সরোয়ারের দ্বৈত বেঞ্চে এ জামিন আদেশ প্রদান করেন।
হাইকোর্টের আইনজীবী সাবেক বিচারপতি এডভোকেট আবদুস সালাম মামুন ও এডভোকেট আব্দুল মান্নান মামলাটি পরিচালনা করেন।
গাজী মোহাম্মদ সিরাজ জানান, চসিক নির্বাচন চলাকালীন সময়ে নগরীর বিভিন্ন থানায় রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে করা মামলায় আজ উচ্চ আদালতে হাজির হয়ে ৮ সপ্তাহের জন্য জামিন পেয়েছি। আমার সাথে মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মহসিন কবির আপেল, মহানগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সালাউদ্দিন সাহেদ, মোহাম্মদ সামিয়াত আমিন চৌধুরী জিসান, সাবেক যুগ্ন সম্পাদক কাইয়ুমুর রশিদ বাবু, ইয়াসির আরাফাত, সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফ সোহেল ও সাবেক ছাত্রনেতা ফিরোজ খান জামিন পেয়েছে।
পূর্বকোণ / আরআর
The Post Viewed By: 306 People