২ ফেব্রুয়ারি, ২০২১ | ৭:০৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্থগিত হওয়া ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর পদে নতুন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ জন। তারা হলেন, প্রয়াত তারেক সোলেমান সেলিমের সহধর্মিণী হাসিনা খানম ও কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ সম্পাদক ইয়াসির আরাফাত।
অতিরিক্ত নির্বাচন কমিশনার কামরুল আলম বলেন,গত ১৮ জানুয়ারি কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে এই ওয়ার্ডে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে নতুন তফসিল ঘোষণা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হওয়ার দিন ঠিক করেন নির্বাচন কমিশনের উপ সচিব আতিয়ার রহমান। সে অনুয়ায়ী আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রয়াত সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের সহধর্মিণী হাসিনা খানম ও কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ সম্পাদক ইয়াসির আরাফাত মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পূর্বকোণ / আরআর
The Post Viewed By: 1111 People