চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাউন্সিলর পদে হাসিনা খানম ও ইয়াসির আরাফাতের মনোনয়নপত্র জমাদান

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২১ | ৭:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে  স্থগিত হওয়া ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর পদে নতুন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ জন। তারা হলেন, প্রয়াত তারেক সোলেমান সেলিমের সহধর্মিণী হাসিনা খানম ও কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ সম্পাদক ইয়াসির আরাফাত।

অতিরিক্ত নির্বাচন কমিশনার কামরুল আলম বলেন,গত ১৮ জানুয়ারি কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে এই ওয়ার্ডে  নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে নতুন তফসিল ঘোষণা  অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হওয়ার দিন ঠিক করেন নির্বাচন কমিশনের উপ সচিব আতিয়ার রহমান। সে অনুয়ায়ী আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রয়াত সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের সহধর্মিণী হাসিনা খানম ও কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ সম্পাদক ইয়াসির আরাফাত মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, এই ওয়ার্ডে কাউন্সিলর পদে আগে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থী মো. আবদুস সালাম। এছাড়া একই পদে লড়ছেন মোহাম্মদ দিদারুল রহমান ও মো. হানিফ ভূঁইয়া।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট