চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন চায় বিএনপি

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

২ ফেব্রুয়ারি, ২০২১ | ৫:৩৫ অপরাহ্ণ

আসন্ন বান্দরবান পৌরসভায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্রগুলোতে সেনাবাহিনী মোতায়েন চায় বিএনপি। সেইসাথে ভোটের দুই দিন আগে পৌর এলাকায় বহিরাগতদের আগমন বন্ধ করা এবং প্রতিটি কেন্দ্রে দু’জন ম্যাজিস্ট্রেট দেওয়ারও দাবি জানান বিএনপি নেতৃবৃন্দ। গতকাল সোমবার সকালে বান্দরবানের একটি রেস্টুরেন্টে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী জাবেদ রেজা ও বিএনপি নেতৃবৃন্দ এই দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সহ-সভাপতি লুসাই মং মার্মা, আবদুল মাবুদ, এডভোকেট গাজী মহিতুল হোসেন যত্ন, নিরুতাজ বেগম, মোহাম্মদ জাবেদ রেজা প্রমুখ। এছাড়া জেলা বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী প্রত্যেকটা ভোট সেন্টারে সিসি ক্যামরা স্থাপনেরও দাবি জানিয়ে বলেন, দেশের অন্যান্য স্থানের নির্বাচনগুলো দেখে আমরা শঙ্কিত। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি। উল্লেখ্য আগামী ১৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে বান্দরবানে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী অংশ নিবেন।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট