চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে ৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২৫ লাখ

বাঁশখালী সংবাদদাতা

২ ফেব্রুয়ারি, ২০২১ | ৫:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে ৫ বসতঘর পড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, প্রবাসী জাফর আহমদ, মো. জহির আহমদ, মফজল আহমদ, আবদুচ ছবুর ও মর্তুজা বেগম।

স্থানীয়রা জানান, সকাল ১১ টার দিকে সরল ইউনিয়নের ধইয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার লিটন বৈষ্ণব বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় ৫ বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।’

পূর্বকোণ/অনুপম-এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট