চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকু-ে তথ্য কমিশন পরিচালক

নিজের অধিকার প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন জানতে হবে

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-

২০ জুন, ২০১৯ | ১:১২ পূর্বাহ্ণ

তথ্য কমিশন পরিচালক (প্রশাসন) জিল্লুর রহীম শাহরিয়ার বলেছেন, নিজের অধিকার প্রতিষ্ঠায় সকলকে তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে হবে। জনগণ তথ্য চাইলে প্রশাসন তথ্য দিতে বাধ্য। অবাধ তথ্য প্রবাহ সমাজে দুর্নীতি বন্ধে কার্যকর ভূমিকা রাখবে। তবে একটি প্রতিষ্ঠান সব তথ্য দিতে বাধ্য না। তাই আপনি তথ্য চাওয়ার আগে জানতে হবে কোন তথ্য কোথায় পাওয়া যাবে? অথবা কোন প্রতিষ্ঠান কি তথ্য দিতে বাধ্য থাকবে। তথ্য অধিকার আইনে সব কিছু সুস্পষ্টভাবে উল্লেখ আছে। এসব জানা থাকলে নিজের অধিকার আদায়ও সহজ হবে। গত মঙ্গলবার সকালে সীতাকু- উপজেলা পরিষদ আয়োজিত তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে অবহিতকরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন তিনি এই আইনটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে এ বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গুরুত্বপূর্ণ ৬০ প্রতিষ্ঠান প্রধানকে প্রশিক্ষণ প্রদান করেন। ইউএনও মিল্টন রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ জরিনা আখতার, ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফাজ উদ্দিন, আলীয়া মাদ্রাসার প্রিন্সিপল মাওলানা মাহমুদুল হক, উপজেলার সকল ইউপি সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি এম. সেকান্দর হোসাইন, সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, এনজিও প্রতিনিধিগণ। প্রশিক্ষণে দুই দফা সংক্ষিপ্ত পরীক্ষার মাধ্যমে উপস্থিতিদের অগ্রগতি যাচাই শেষে বিকাল ৫টায় কর্মশালা সমাপ্ত ঘোষণা করেন ইউএনও মিল্টন রায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট