চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

হালদা নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০১৯ | ১০:২২ অপরাহ্ণ

রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরায় হালদা নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে গেছে এক স্কুল ছাত্র। নিহত ছাত্রের নাম প্রিন্স বড়ুয়া হিরু (৮)। সে পশ্চিম গহিরা হামদু মিয়া সরকারি পাথমিক বিদ্যালয়ের ৩য় শেণীর ছাত্র। হিরু ওই এলাকায় নানার বাড়িতে থেকে পড়ালেখা করে আসছিল।

নিহতের নানা মিলন বড়ুয়া জানান, হিরু আমার মেঝো মেয়ের একমাত্র সন্তান। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তবে তারা চট্টগামের অক্সিজেনে থাকে। নাতি হিরু আমাদের বাড়িতে থেকে লেখাপড়া করতো। আজ বুধবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪ টায় স্কুল ছুটি শেষে ঘরে এসে প্রতিবেশি দুই ছেলের সাথে পার্শ্ববর্তী হালদা নদীতে গোসল করতে য়ায়। সেখানে সাতার জানা না থাকার কারণে অসাবধানবশতঃ সে নদীর প্রবল স্রোতে ভেসে যায়। এরপর হিরুর দুই সঙ্গী ডাকাডাকি করলে প্রতিবেশিরা আসে।

ততক্ষণে হিরুর দেহ নদীর বাধ নির্মাণ কাজের ব্লকে গিয়ে আটকে যায়। পায় ১৫ মিনিট পর হিরুকে উদ্ধার করে হাটহাজারী আলিফ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত বলে জানান।

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট