চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১১ হাজার ৮শ’ অটোরিক্সা স্ক্র্যাপ করলো বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২১ | ১০:২৪ অপরাহ্ণ

২০০৪ সাল এবং এর আগে তৈরি ১১ হাজার ৮শ’টি সিএনজি বা পেট্রলচালিত অটোরিক্সা স্ক্র্যাপ করেছে বাংলাদশে রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। ইতিমধ্যে ১০ হাজারের বেশি নতুন অটোরিক্সা সড়কে নেমেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, চট্টমেট্রো-থ ১২-১৬৫০ থেকে ১২-৫০৬৮ মধ্যে যেসব অটোরিক্সা নির্ধারিত সময়ে স্ক্র্যাপ করা যায়নি আজ রবিবার (৩১ জানুয়ারি) সে রকম শতাধিক গাড়ি স্ক্র্যাপ করা হয়েছে। এর আগের দিন চট্টমেট্রো-থ ১১-৯২৬৫ থেকে ১২-১৬৪৯ নম্বরের বাকি অটোরিক্সা স্ক্র্যাপের জন্য নির্ধারিত ছিল।

তিনি আরও বলেন, বিআরটিএ বিভাগীয় অফিস প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে ২০০৪ সালে তৈরি সিএনজি অটোরিক্সার স্ক্র্যাপ কার্যক্রম সম্পন্ন করেছি আমরা। চট্টগ্রামে প্রায় ১৩ হাজার সিএনজিচালিত অটোরিক্সা চলাচলের অনুমতি আছে।

উপ-পরিচালক বলেন, আশকরি কয়েক দিন পর চট্টগ্রামে পুরোনো অটোরিকশা আর দেখা যাবে না আশাকরি। ২০০৫ সালে তৈরি অটোরিকশার মেয়াদ শেষ হয়েছে গত ডিসেম্বরে। কর্তৃপক্ষের নির্দেশনা এলে সেগুলো স্ক্র্যাপ করার কাজ শুরু হবে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট