চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মুসলিমাবাদ খালের স্রোত ফেরালো চসিক

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২১ | ৮:৩৬ অপরাহ্ণ

নগরীর পতেঙ্গা কাঠগড় জেলেপাড়া এলাকার মুসলিমাবাদ খাল পরিস্কার করে স্রোত ফিরিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) । কর্পোরেশনের পরিচ্ছন্ন সেবক ও শ্রমিকরা রবিবার (৩১ জানুয়ারি) সকালে এই পরিচ্ছন্ন কার্যক্রম চালান। এর একদিন আগে শনিবার (৩০ জানুয়ারি) সকালে  ওই এলাকা পরিদর্শনে গিয়ে খালে ময়লা আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন । তাৎক্ষণিক চসিকের পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশ দেন খালটি পরিস্কারের।

আজ সকাল থেকে চলমান পরিচ্ছন্নতা কাজে ড্রাম ট্রাক, এসকেভেটর, ও শতাধিক শ্রমিক ও পরিচ্ছন্ন সেবক নিয়োজিত ছিল। চসিক সূত্রে জানা গেছে গত ছয় মাসে এ পর্যন্ত ১৭ টি খাল পরিচ্ছন্ন বিভাগের শ্রমিক ও সেবকদের দিয়ে পরিস্কার করা হয়েছে। খালে গৃহস্থালী বর্জ্য ফেললে মশার বংশ বিস্তারের পাশাপাশি পানি প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। নগরবাসীকে চসিক প্রশাসক খালে বর্জ্য না ফেলতে অনুরোধ জানিয়েছেন।

পূর্বকোণ/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট