১৯ জুন, ২০১৯ | ৯:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
বলা হয়ে থাকে, মানবতাই সব মানুষের প্রধান ধর্ম হওয়া উচিৎ। বিভিন্ন ধর্মীয় গ্রন্থ বা বরেণ্য মণীষীদের মুখে বারংবার উচ্চারিত হয়েছে মানবতার জয়গান। তাইতো সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করেই হাটহাজারী বাস স্টেশনের বাস কাউন্টারের পাশে করা হয়েছে বিনামূল্যে ঠাণ্ডা পানির ব্যবস্থা। আর এমন মানবিক উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির প্রচার সম্পাদক মো. শাহজাহান। প্রচন্ড তাপদাহে যাত্রীদের জন্য তৃষ্ণা নিবারণের জন্যেই ঠাণ্ডা পানির ব্যবস্থা করেছেন তিনি।
মোজাফফর হোসাইন সিকদার নামের এক সাংবাদিক ফেসবুকে ব্যক্তিগত টাইমলাইনে এমন কিছু লেখাসহ একটি ছবি পোস্ট করেন। মুহূর্তেই তার স্ট্যাটাসের কমেন্ট বক্সে ছেয়ে যায় মো. শাহজাহানের প্রতি প্রশংসা ও দোয়া কামনায়।
মোজাফফর হোসাইনের জিজ্ঞাসায় মো. শাহজাহান বলেন, ‘আমি লক্ষ করলাম সারাদিন হাজার হাজার মানুষের আনাগোনা দেখা যাচ্ছে বাসস্ট্যান্ডে। কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে একটু ঠাণ্ডা পানি পান করে তৃষ্ণা জুড়াবে সে ব্যবস্থা নিই। আমি খেয়াল করেছি ছোট ছোট বাচ্চারা পানির জন্য কাঁদতে থাকে। সেই উপলব্ধি থেকে এই ব্যবস্থা করেছি।’
পানির গুরুত্বের কথা অনুধাবন করে মো. শাহজাহান জনসাধারণের প্রতি পানি অপচয় না করারও অনুরোধ জানিয়েছেন সবিনয়ে।
পূর্বকোণ/ রাশেদ