চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইসির বিরুদ্ধে মামলা করবেন ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২১ | ৬:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক) নির্বাচন নিয়ে কয়েকটি ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন। সদ্য অনুষ্ঠিত চসিক নির্বাচনে ইভিএমে ভোটের সংখ্যার প্রিন্টেড কপি না দেয়া, ঘণ্টায় ঘণ্টায় ভোটের হিসেব না দেয়া এবং নিজের ৪ থেকে ৫ শতাংশ ভোট কেড়ে নেয়ার অভিযোগে মামলা করবেন তিনি। রবিবার (৩১ জানুয়ারি) দুপুর একটায় নাসিমন ভবন নগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নানান অনিয়ম তুলে ধরে আবারও সিটি করপোরেশন নির্বাচনের দাবি জানান।

সংবাদ সম্মোলনে ডা.শাহাদাত  হাতে লেখা ফলাফলের কাগজ উপস্থাপন করে বলেন, ‘শুধু তিন নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের চারটি কেন্দ্রে প্রিন্টেড কাগজ দেয়া হয়েছে। বাকি সব কেন্দ্রে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের হাতে লেখা ফলাফল।’ ভোটের হার ২২ দশমিক ৫২ শতাংশ নিয়ে কারচুপির অভিযোগ তুলে শাহাদাতের দাবি- তিনি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫টি ভোটকেন্দ্রের ২৬০টি বুথে গেছেন। তিনি দেখেছেন পাঁচ থেকে ছয় শতাংশের বেশি ভোট সেখানে পড়েনি। দুই ঘণ্টার মধ্যে এত ভোট নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। এতে করে বোঝা যাচ্ছে প্রিজাইডং অফিসারের কাছে ১৫ শতাংশ ভোট দেওয়ার ক্ষমতা নৌকার পক্ষে কাজে লাগিয়েছে। এ কথা আমরা বারবার বলেছি প্রিজাইডিং অফিসারের কাছে যেন ভোট রাখা না হয়। প্রতিটি ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার নিয়ম আছে। এবার সেটাও করা হয়নি। নির্বাচনে নৌকা প্রতীকে প্রাপ্ত ভোট ৩ লাখ ৬৯ হাজার ২৪৮, আর ধানের শীষের ভোট ৫২ হাজার ৪৮৯টি। রাত পৌনে ২টায় রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে দেখা গেল সাড়ে ২২ শতাংশ ভোট পড়েছে, যেটা বাস্তবিক অর্থে ছিল সাড়ে ৭ শতাংশ।‘

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট