চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে পৌঁছেছে ১২ হাজার ডোজ টিকা

বান্দরবান প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২১ | ১২:২৪ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো ফার্মার নিজস্ব ওয়্যারহাউজ থেকে সকালে বান্দরবানে এসে পৌঁছেছে ১২ হাজার ডোজ টিকা।

রবিবার (৩১ জানুযারি) ভোর ৫টায় বান্দরবান সদর হাসপাতালের ইপিআই স্টোরে এসে পৌঁছায় এই ভ্যাকসিন। এসময় বান্দরবানের জন্য প্রথম পর্যায়ে বরাদ্ধকৃত ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণ করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা। এসময় জেলা করোনা ভ্যাকসিন সংরক্ষণ ও প্রয়োগ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে জেলা ইপিআই স্টোরে এই ভ্যাকসিন সংরক্ষণ করেন।

এদিকে করোনার ভ্যাকসিন প্রয়োগের লক্ষে বান্দরবানের জেলা ও উপজেলার স্বাস্থ্যকর্মীদের দেয়া হচ্ছে দুইদিনের প্রশিক্ষণ। সিভিল সার্জন কাযার্লয়ের হলরুমে ৭টি উপজেলার ৫০জনকে এই প্রশিক্ষণ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এদিকে অনলাইনে রেজিস্টেশন কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে বান্দরবানে করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করা হবে বলে জানান সিভিল সার্জন ।

বান্দরবান স্বাস্থ্যবিভাগের তথ্যমতে, বান্দরবানের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী ও সাংবাদিকদের জন্য স্বাস্থ্য অধিদপ্তেরর কাছে প্রথম পর্যায়ে ২১ হাজার ৮৬২টি কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়ায় চাহিদাপত্র দেয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট