চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডের পাহাড়ে পথ হারানো ৫ দর্শনার্থী উদ্ধার

সীতাকুণ্ড সংবাদদাতা

২৯ জানুয়ারি, ২০২১ | ১০:৪৭ অপরাহ্ণ

সীতাকুণ্ডের পাহাড়ে পথ হারানো ৫ দর্শনার্থীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ শুক্রবার (২৯ জানুয়ারি) বিকালে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার দর্শনার্থীরা হলেন- শামছুল হুদার ছেলে হাবীবুর নবী শুভ (২৩), শাহ আলমের ছেলে শাহরিয়াম ইমন (২৩), মুক্তার হোসেনের ছেলে নাহিদ (১৪), রাসেলের ছেলে মো. সানি (৮) ও ফজলুল হকের ছেলে দেলোয়ার হোসেন (২৬)।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, নোয়াখালী ও চট্টগ্রাম থেকে আসা পর্যটকরা সীতাকুণ্ডে এসে নাহিদ ও সানিকে নিয়ে পাহাড় দর্শনে যান। কিন্তু পাহাড়ে ঘুরতে ঘুরতে সবাই পথ হারিয়ে ফেলেন। উপায় না দেখে তারা ৯৯৯ এ ফোন করলে সেখান থেকে আমাদেরকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আমাদের পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় তাদেরকে উদ্ধার করে। নিচে ফিরতে পেরে উদ্ধারকৃতরা স্বস্তির নিঃশ্বাস ফেলে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট