চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৮ বছরে প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত দেশ বানাবে: নৌ প্রতিমন্ত্রী

নরোত্তম বণিক, সন্দ্বীপ

২৯ জানুয়ারি, ২০২১ | ১০:০১ অপরাহ্ণ

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আগামী আট বছর সময় পেলে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে সামিল করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজ শুক্রবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় সন্দ্বীপের গুপ্তছড়া ফেরীঘাটের নবনির্মিত মুস্তাফিজুর রহমান জেটির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সচেতনতা নিশ্চত করা সম্ভব হয়েছে বলে ইউরোপ আমেরিকার তুলনায় বাংলাদেশে করোনায় মৃত্যুর হার অনেক কম। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সাতটি ড্রেজার ক্রয় করেছে। এরপর দীর্ঘ ৩৫ বছরে বিএনপি ও এরশাদ সরকারের আমলে একটি ড্রেজারও ক্রয় করেনি। শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহনের পর আমরা ৮০ টি ড্রেজার ক্রয় করতে সক্ষম হয়েছি।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ  অতিথি সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।  বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার শাহজাহান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন মিশন, সন্দ্বীপ থানার ওসি বশির আহাম্মদ খান, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন,কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলীমুর রাজী টিটু, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনসহ অনেকে।

 

বক্তারা জানান, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান জেটির মাধ্যমে যাত্রীরা নিরাপদে নৌযানে উঠানামা করতে পারবেন।

 

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট