চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

চট্টগ্রাম থেকে ভাসানচরে যাচ্ছে ১৭৭৮ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২১ | ১:১৮ অপরাহ্ণ

তৃতীয় দফায় এক হাজার ৭৭৮ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে এসব রোহিঙ্গা নিয়ে চারটি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। দুপুর নাগাদ তাদের ওই দ্বীপে গড়ে তোলা আশ্রয়ন প্রকল্পে পৌঁছানোর কথা রয়েছে।

ভাসানচরে যাওয়ার জন্য সকালে লাইন করে জাহাজে ওঠেন রোহিঙ্গারা। জাহাজে ওঠার সময় শাহাবুদ্দিন নামে এক রোহিঙ্গা জানান, ভাসানচরে সুযোগ-সুবিধা বেশি বলে সেখানে থাকা ভাইয়েরা তাকে জানিয়েছেন।

এর আগে ভাসানচরে নেওয়ার উদ্দেশ্যে গতকাল এক হাজার ৭৭৮ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামে আনা হয়। গতকাল রাতে তারা সেখানেই অবস্থান করেছেন।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামসুদ্দৌজা জানান, শুক্রবার ও শনিবার, এই দুই দিনে স্বেচ্ছায় যেতে ইচ্ছুক প্রায় তিন হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন এবং ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জনসহ ৪০৬ পরিবারের মোট তিন হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট