চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চসিক নির্বাচন

দক্ষিণ হালিশহরে আ’লীগ-বিএনপি প্রার্থীর ভোটের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২১ | ১১:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে ভোটের রেকর্ড গড়েছে আওয়ামীলীগ ও বিএনপি। পুরো চসিক নির্বাচনে ২২.৫২ শতাংশ ভোট পড়লেও এই ওয়ার্ডের চিত্র সম্পূর্ণ ভিন্ন। তবে এই ওয়ার্ডে ভোট গ্রহণের পরিমাণ ৬৪ শতাংশ।ওয়ার্ডটিতে ৪১টি কেন্দ্রে ১ লাখ সাড়ে ২১ হাজার ভোটারের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সুমন লটিম প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৩৫০ ভোট। যা পুরো ৪১ টি ওয়ার্ডে জমা পড়া ভোটের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে, কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত প্রতিদ্বন্দী প্রর্থী সরফরাজ কাদের রেডিও প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৯৪ ভোট। এটিও বাকি ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পাওয়া ভোটের মধ্যে সর্বোচ্চ। এছাড়া এই ওয়ার্ডসহ বাকি দুটি ওয়ার্ড মিলিয়ে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন সংরক্ষিত আসনের আওয়ামী লীগ সমর্থিত নারী কাউন্সিলর শাহানুর বেগম। ৯১ হাজার ২০২ ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দি প্রার্থী জাহেদা হোসেন পেয়েছেন ১০ হাজার ১৯০ ভোট।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট