চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‌‘আদালতে গিয়ে ৫২ নেতাকর্মীকে ছাড়িয়ে আনলেন ডা. শাহাদাত’

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২১ | ১০:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আটক হওয়া বিএনপির ৫২ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে পূর্বকোণকে এই তথ্য নিশ্চিত করেছেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সিরাজ উল্লাহ।

এ বিষয়ে এডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, চসিক নির্বাচনে বিভিন্ন মামলায় আটক হওয়া ৫২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বাকলিয়া, বায়েজিদ, কোতোয়ালী, পাহাড়তলী, ডবলমুরিং, ইপিজেড ও পতেঙ্গা থানায় দায়ের হওয়া মামলায় তারা আটক হয়েছিল।

মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সিরাজ উল্লাহ বলেন, জনগণ থেকে বিচ্ছিন হওয়া আওয়ামী লীগ চসিক নির্বাচনে প্রশাসনকে দিয়ে তামাশার নির্বাচন সম্পন্ন করেছে। আজ সকাল থেকে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে যান। পরে তিনি আটক ৫২ নেতাকর্মীর জামিনের ব্যবস্থা করেন। এ সময় কারাগারে থাকা আরও ১১৩ জন নেতাকর্মীর আর্থিক সহযোগিতাও করেন তিনি।

গাজী সিরাজ আরও বলেন, আটক নেতাকর্মীদের পক্ষে এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, এডভোকেট সাত্তার (সাবেক পিপি), এডভোকেট সিরাজুল ইসলাম ও এডভোকেট এসএম ইকবাল নিম্ন আদালতে জামিন আবেদন করলে আদালত ৫২ জনের জামিন মঞ্জুর করেন।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট